Bangla
9 months ago

বন্ধ হচ্ছে 'দ্য বিজনেস পোস্ট'

Published :

Updated :

বন্ধ হচ্ছে ইংরেজি দৈনিক পত্রিকা 'দ্য বিজনেস পোস্ট'। একই সঙ্গে পত্রিকাটির সকল সাংবাদিক ও কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইংরেজী বাণিজ্যিক দৈনিক পত্রিকা “The Business Post (দ্যা বিজনেস পোস্ট)” বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্রমবর্ধমান অর্থনীতির সাথে তাল মিলিয়ে পাঠকদের জন্য বাণিজ্য-উন্নয়ন ও বিনিয়োগের গভীর বিশ্লেষণ তুলে ধরে আসছে। অত্র পত্রিকাটি পোস্ট মিডিয়া কমিউনিকেশন লিঃ কোম্পানীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।‘

‘বর্তমানে নানাবিধ অর্থনৈতিক সংকট, নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতি এবং বিপর্যয়ের কারণে কোম্পানী কর্তৃক পত্রিকাটি চালু রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, নিয়ন্ত্রন বর্হিভূত বিপর্যয়ের কারণে ৩১/১০/২০১৪ ইং তারিখ হতে বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ)(আ) বিধান মোতাবেক “The Business Post (দ্যা বিজনেস পোস্ট)” এর সকল সাংবাদিক- কর্মচারীকে চাকুরী হতে ছাঁটাই করা হচ্ছে।’

কর্মীদের পাওনাদি সম্পর্কে বলা হয়, ‘বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ)(আ) বিধান মোতাবেক ছাঁটাই পাওনাদি আগামী ৩০ দিনের মধ্যে পত্রিকার সকল বিভাগ হতে ছাড়পত্র নেওয়া সাপেক্ষে সকল সাংবাদিক-কর্মচারীকে পরিশোধ করা হবে।’

Share this news