Bangla
2 days ago

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

Published :

Updated :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারের ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে পড়বেন না; তিনি বঙ্গভবনেই নামাজ আদায় করবেন।

আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

এদিন সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, ফলে সোমবার (৩১ মার্চ) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন, তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কোনো জনসমাগমে অংশ নিচ্ছেন না।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নামাজের স্থান সম্পর্কে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, "প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, আর রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন বঙ্গভবনে।"

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো অসুবিধা দেখা দিলে এই জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদ উদযাপনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগেভাগে ঈদ উদযাপনের বিষয়ে প্রশ্ন করা হলে খালিদ হোসেন বলেন, "আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ উদযাপন করি। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন নিয়ে বিতর্ক রয়েছে, যা এড়িয়ে চলতে চাই।" 

Share this news