Bangla
7 days ago

বন্যার কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত

Published :

Updated :

বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষা সারাদেশে স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের সব কেন্দ্রে একযোগে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তাই কুমিল্লা অঞ্চলের কিছু জেলায় বন্যা দেখা দেওয়ায় সারাদেশেই পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

চলতি বছর সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৮৪ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।

Share this news