Published :
Updated :
ভারত পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে মোট নয়টি স্থানে এই হামলা চালানো হয়, যাতে অন্তত আটজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (৭ মে) সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই পাকিস্তানের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়েছে।
পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি বলেছে, তারা উপযুক্ত সময় ও স্থানে এই হামলার জবাব দেবে।
পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার ব্যবহার করে পাকিস্তান এই হামলার প্রতিউত্তর দেওয়ার অধিকার সংরক্ষণ করে।