Bangla
2 days ago

বোর্ড সভাপতির ১২০ কোটি টাকা সরানোর গুঞ্জন ভিত্তিহীন: বিসিবি

Published :

Updated :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ফিক্সড ডিপোজিট (এফডিআর) থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। আরও দাবি ওঠে, বোর্ড পরিচালকদের না জানিয়ে তিনি একক সিদ্ধান্তে টাকা সরিয়েছেন। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিসিবি।

আজ শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, “জাতীয় গণমাধ্যমের একটি অংশে বোর্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন বিসিবির নজরে এসেছে। বিসিবির মতে এসব প্রতিবেদন ভুল তথ্যভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর সভাপতি ফারুক আহমেদ দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। এ উদ্যোগের অংশ হিসেবে ‘ঝুঁকিপূর্ণ’ ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে তার মধ্যে ২৩৮ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের 'গ্রীন' ও 'ইয়েলো' জোনভুক্ত ব্যাংকে পুনঃবিনিয়োগ করা হয়। বাকি ১২ কোটি টাকা ব্যবহৃত হয় বিসিবির বিভিন্ন পরিচালন ব্যয়ে।

বিসিবি আরও জানিয়েছে, বোর্ডের ব্যাংকিং লেনদেনে সভাপতি এককভাবে সিদ্ধান্ত নেন না। আর্থিক লেনদেনে স্বাক্ষরদাতা হিসেবে বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম যুক্ত আছেন। বিসিবি সভাপতি এসব লেনদেনে স্বাক্ষরকারী নন।

বিবৃতিতে বলা হয়, বিসিবি অবগত যে, কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী, যারা ক্রিকেট প্রশাসনের ভিতরেও সক্রিয়, বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমানে বিসিবি ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করছে, যার ফলে পূর্বের তুলনায় ২-৫ শতাংশ বেশি মুনাফা অর্জিত হয়েছে। এছাড়া গত ছয় মাসে তিনটি ব্যাংক থেকে ১২ কোটি টাকার স্পনসরশিপ ও অবকাঠামো উন্নয়নের জন্য আরও ২০ কোটি টাকার বিনিয়োগ আশ্বাস পাওয়া গেছে।

বিসিবি জানায়, “বোর্ড সর্বোচ্চ মানের আর্থিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত ও তথ্যভিত্তিক উৎস থেকে তদন্ত ও পর্যালোচনাকে স্বাগত জানায়। পাশাপাশি, বোর্ড গণমাধ্যমকে ভিত্তিহীন অথবা বাংলাদেশ ক্রিকেট ও এর সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন ভুল তথ্যসম্মলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানায়।”  

Share this news