Bangla
6 days ago

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: বাণিজ্য সচিব

Published :

Updated :

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, "বোয়িংয়ের ব্যবসা পরিচালনা করে কোম্পানি, এটি সরকারের কাজ নয়। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনব। যেমন ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া প্রত্যেকে ১০০টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে।"

তিনি আরও জানান, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে, তাই সরবরাহে কিছু সময় লাগবে। 

এই উদ্যোগটি দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

Share this news