Published :
Updated :
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় শুল্ক ও করের হার বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং দ্বিগুণ ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের আগের তুলনায় দ্বিগুণ কর পরিশোধ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি করা দুটি অধ্যাদেশে এই শুল্ক ও কর বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায় ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে করে সেবাদাতা সংস্থাগুলোর খরচ প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গ্রাহকদেরই বহন করতে হবে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মালিকরা জানিয়েছেন, বর্তমানে ৫০০ টাকার ‘এক দেশ এক রেট’ প্যাকেজেও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েন। তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা বিস্তৃত করতে এবং নতুন একজন গ্রাহক সংগ্রহে গড়ে ৪ হাজার টাকা ব্যয় হয়।
এ অবস্থায় নতুন শুল্ক ও কর বৃদ্ধির কারণে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ব্যবসায় পরিচালন ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।