Published :
Updated :
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি জুলাই মাসের প্রথম চার দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন।
শনিবার (৫ জুলাই) বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১৮ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলী উপজেলায় ৯ জন চিকিৎসাধীন।
জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন, তালতলী উপজেলায় ৪৭ জন, বামনা উপজেলায় ৯৬ জন, বেতাগী উপজেলায় ৩৫ জন, আমতলী উপজেলায় ৪২ জন এবং পাথরঘাটা উপজেলায় ১৪৩ জন।
অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং ১ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
এ অবস্থায় বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, “প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি। পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে শিগগিরই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”