Bangla
2 days ago

বরিশালে স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন: ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

Published :

Updated :

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শনিবার (৯ আগস্ট) বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। তাদের তিন দফা দাবি হলো- স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবা আধুনিকায়ন, এবং স্বাস্থ্যে সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ।

এদিন, বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকার সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এবং সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

এটি ছিল তাদের টানা ১৪ দিনের আন্দোলনের তৃতীয় দিন। এর আগেও শুক্রবার ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।

এই অবরোধের ফলে পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং কুয়াকাটা সহ নানা অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, সমস‍্যা নিরসনের জন্য আলোচনা চলছে এবং আশাবাদী যে অবরোধ দ্রুত শেষ হবে। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না। 

Share this news