Bangla
2 days ago

ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, আহত অন্তত ১৯

Published :

Updated :

মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন এবং জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ২৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনীর “কুয়াউতেমোক” নামের পালের জাহাজটি নিউ ইয়র্ক ত্যাগ করে আইসল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছিল, এমন সময় ব্রুকলিন ব্রিজের নিচের অংশে মাস্তুল আঘাত হানে। সংঘর্ষে মাস্তুলের কিছু অংশ ভেঙে জাহাজের ডেকে পড়ে। ২৭৭ জন আরোহীর মধ্যে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর ব্রুকলিন ব্রিজ প্রায় ৪০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়, তবে প্রাথমিক পরিদর্শনের পর তা পুনরায় খুলে দেওয়া হয়।

নিউ ইয়র্ক পুলিশের ধারণা, জাহাজটির সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। পুলিশের এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার সময় কিছু নাবিক মাস্তুলের ওপর অবস্থান করছিলেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জাহাজটি ব্রিজে ধাক্কা খাওয়ার পর ব্রুকলিন ব্রিজ পার্কের কিনারে চলে আসে, তবে দক্ষ চালনার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা পর্যালোচনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। 

Share this news