Bangla
2 days ago

বসুন্ধরায় নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের গোপন বৈঠকে ২২ জন গ্রেপ্তার

Published :

Updated :

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, ৩০০–৪০০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভায় সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশজুড়ে আন্দোলন সংগঠিত করার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বৈঠকের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ওই সভায় নাশকতামূলক কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হয়।

কনভেনশন সেন্টারের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা শাখা (ডিবি) সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করেছে এবং ষড়যন্ত্রে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news