Bangla
a day ago

বুড়িমারী সীমান্তে পতাকা বৈঠকের পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত

Published :

Updated :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাত থেকে মুক্তি পেয়েছে আটককৃত দুই বাংলাদেশি নাগরিক। এরমধ্যে একজন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। 

শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে ফেরত আসা দুইজনের পরিবার। 

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের পাশে ভারতীয় সীমান্তের একটি চা বাগানে টিকটকের ভিডিও ধারণ করছিলেন রিমন ও সাজেদুল ইসলাম। এ সময় বিএসএফ তাদের আটক করে। রিমন পাটগ্রামের মোস্তাক হোসেনের ছেলে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। অপরজন বগুড়া শহরের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল, যিনি রিমনের মামা।

ঘটনার পরপরই বিজিবি দ্রুত উদ্যোগ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দুই পক্ষের আলোচনার পর রাত ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। 

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফেরার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযানে বিজিবির তৎপরতায় এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সীমান্তে এমন ঘটনার পর বিজিবি দ্রুত বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়। সাড়া দিয়ে বিএসএফ দুই বাংলাদেশিকে রাতেই ফেরত দেয়। 

Share this news