Published :
Updated :
চীনে আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি আমবাগানে গিয়ে উৎপাদন পদ্ধতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন চীনের কয়েকজন আমদানিকারক প্রতিনিধি।
পরিদর্শন শেষে তারা বাংলাদেশের আমের স্বাদ ও মিষ্টতার প্রশংসা করে জানান, চলতি মৌসুম থেকেই চীন বাংলাদেশ থেকে আম আমদানি করতে আগ্রহী।
কৃষি বিভাগ জানায়, রপ্তানির সুবিধা বাড়াতে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমচাষীরাও চীনের বড় বাজারে রপ্তানির সম্ভাবনায় উচ্ছ্বসিত।
তারা বলছেন, পরিবহন খরচ কম থাকায় চীনে আম রপ্তানি হলে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি হলেও চীনের বাজার যুক্ত হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।