Bangla
2 days ago

চার দিনের ব্যবধানে হবিগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে ফের আগুন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

Published :

Updated :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। মাত্র চার দিন আগেও একই বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছিল। 

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় গ্রিড সাবস্টেশন থেকে প্রায় দেড় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

কর্মকর্তাদের মতে, সোমবার দুপুর ১২:৩৭ মিনিটে বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির টিআর-২ ব্রেকার এবং কারেন্ট ট্রান্সফরমার (সিটি) থেকে আগুনের সূত্রপাত হয়। 

শাহজিবাজার পাওয়ার সাবস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে একটি বিকট বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ এবং আগুন নেভানোর জন্য প্রায় ৩০ মিনিট কাজ করেন।

তিনি বলেন, ঘটনায় একটি ব্রেকার এবং সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এর আগে, ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে একই সাবস্টেশনে আগুন লেগেছিল।  

Share this news