Published :
Updated :
সম্প্রতি চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় কোনো জোট গঠন হয়েছে — এমন আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ কোনো জোট গঠন করছে না।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা মূলত চীনের উদ্যোগ ছিল এবং পুরোপুরি অফিসিয়াল পর্যায়ের আলোচনা। রাজনৈতিক কোনো বিষয় এতে ছিল না।’
তিনি জানান, সেখানে একটি প্রদর্শনীর সময় তিন দেশের পররাষ্ট্র সচিবেরা এক বৈঠকে বসেছিলেন। আলোচনায় মূলত কানেক্টিভিটি ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে। জোট গঠনের কোনো আলোচনা হয়নি। তৌহিদ হোসেন বলেন, ‘এটা ছিল বাস্তব সুবিধা আদান-প্রদানের আলোচনা। এটিকে জোট হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’
কুনমিংয়ের ওই বৈঠকে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাব আসলেও, তিন দেশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও কিছু পার্থক্য ছিল। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক দেশ নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেছে। বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে, তাতে পরিষ্কার বোঝা যায়, বড় ধরনের কোনো কাঠামোগত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে কিছু হলে সবাই জানবেন।’
ত্রিপক্ষীয় এই উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই না। আমি নিশ্চিত করে বলতে পারি, এতে কোনো দেশকে টার্গেট করার বিষয় নেই। বরং অন্য কোনো দেশ, যেমন ভারত, নেপাল বা অন্য কেউ কানেক্টিভিটি নিয়ে আলোচনা করতে চাইলে, আমরা সেটাও করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘শুধু চীন ও পাকিস্তান থাকায় বিষয়টিকে অনেকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তবে এটিকে খুব বেশি আন্দাজ করার সুযোগ নেই।’