Published :
Updated :
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি তালেবুর আরও বলেন, আনোয়ারুলকে গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তাকে বুধবার (২ অক্টোবর) রিমান্ডের আবেদন করে সোপর্দ করা হবে। গ্রেফতার আনোয়ারুল যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।