Published :
Updated :
ছাত্রদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)।
শুক্রবার (৯ মে) লন্ডন থেকে এক ভিডিও বার্তায় জেপিবির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, "ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি।"
তিনি আরও জানান, পারিবারিক প্রয়োজনে বর্তমানে লন্ডনে অবস্থান করলেও, ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন।