Bangla
a month ago

চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিবেদিত হবে সন্‌জীদা খাতুনের মরদেহ

Published :

Updated :

জীবনের অন্তিম ইচ্ছেটিও মরণোত্তর দেহদানের মাধ্যমে পূরণ করতে চলেছেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের দিকপাল, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও ছায়ানটের সদ্য প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুন। 

সন্‌জীদা খাতুনের মরদেহ আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পার্থ তানভীর বলেন, বেলা ১১টার দিকে মরদেহ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি সন্‌জীদা খাতুন ১৯৯৮ সালে নিয়েছিলেন।

মরদেহ দানের সময় সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ, ছোট মেয়ে রুচিরা তাবাসসুম নভেদ, বড় মেয়ের স্বামী সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী এবং ছোট মেয়ের দেবর অধ্যাপক মানজারে শামীম উপস্থিত ছিলেন।

Share this news