Bangla
3 days ago

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ফেলেই ২ কিলোমিটার ছুটলো জামালপুর এক্সপ্রেস

Published :

Updated :

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস রৌহা এলাকায় পৌঁছালে বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এতে পিছনের ‘কোচ নং ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এসআই জানান, হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

Share this news