চলতি মাসে দেশে রেমিট্যান্স ২৪৩ কোটি ডলার, প্রবাসী আয়ে বছরের সর্বোচ্চ রেকর্ড
Published :
Updated :
চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স ঢুকেছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবরের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪৩ কোটি ২০ লাখ ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ের ২২০ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় বেড়েছে।
একই সঙ্গে তিনি জানান, গত ২৯ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছিল।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.