Published :
Updated :
চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকায় বৃহস্পতিবার ‘শেখ হাসিনা ফোর্স’ নামে একটি ব্যানার হাতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের সমর্থক কিছু যুবক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন তরুণ স্লোগান দিচ্ছেন- ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম জানান, ভিডিও দেখে তিনজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।
এর আগে, ১৭ এপ্রিল বহদ্দারহাটে যুবলীগের ঝটিকা মিছিলের পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল।