Bangla
2 days ago

চট্টগ্রামের গেস্ট হাউজে সাবেক সেনাপ্রধানের মৃতদেহ উদ্ধার

Published :

Updated :

সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম এ হারুন অর রশিদ বীর প্রতীক চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি গত ৩ আগস্ট বিকেল ৪টা ৪০ মিনিটে চিটাগং ক্লাবের গেস্ট হাউজ কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুমে ওঠেন। এরপর মামা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও সাখাওয়াত হোসেনের নন্দনকাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাত ১০টা ৪৫ মিনিটে তিনি আবার গেস্ট হাউজে ফিরে আসেন।

পরদিন সোমবার সকাল ১০টার দিকে গেস্ট হাউজের কর্মীরা তার কক্ষের দরজায় নক করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছেন। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল এম এ হারুন অর রশিদ বীর প্রতীক ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news