Bangla
2 days ago

দাবি বাস্তবায়নে শিক্ষকদের ৭ দিনের আল্টিমেটাম

Published :

Updated :

আগামী সাত দিনের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের  আল্টিমেটাম দিয়ে শাহবাগ এলাকা ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি জানান, তারা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন, তাই তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। তবে কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছেন। এই সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের ঘোষণা না আসলে, তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

মনিবুল হক বসুনিয়া আরও বলেন, "আমরা আর ঢাকায় আসবো না। এবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করবো। তবে আমাদের আশা, এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে।"

আরেক শিক্ষক প্রতিনিধি খায়রুন নাহার লিপি বলেন, "আমরা আজ শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তবে যদি আমাদের সহকর্মীদের কোনো ধরনের হয়রানি করা হয়, তাহলে আমরা রাস্তায় নামবো। আমরা আশা করছি, কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন করবে।"

এর আগে, বিকেল ৫টার পর শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দিতে যান। 

শিক্ষকদের অবরোধ তুলে নেওয়ার ফলে যান চলাচল স্বাভাবিক হয়। 

Share this news