Bangla
2 days ago

দীপু মনির প্যারোল আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

Published :

Updated :

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ না নিলে পরে ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনায় নেবে বলেও জানানো হয়েছে।  

বুধবার (৩০ এপ্রিল) ডা. দীপু মনির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। 

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সিফাত মাহমুদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবুল হাসান, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুবেল। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার।  

শুনানিতে জানানো হয়, ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পাশে থাকার জন্য প্যারোলের আবেদন করা হয়েছে।  

এ সময় আদালত প্রশ্ন করে, কেন মন্ত্রণালয়ে আবেদন না করে আদালতে এসেছেন? আইনজীবী জানান, ট্রাইব্যুনালের ইনহেরেন্ট ক্ষমতা আছে, তাই আদালতের নির্দেশ নিয়ে আবেদন করতে চেয়েছেন।  

প্রসিকিউটররা বলেন, প্যারোলের আবেদন আইন অনুযায়ী ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়ে, পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। আদালতের সময় নষ্ট করে এভাবে আবেদন করা ঠিক নয়।  

আলোচনার একপর্যায়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অতীতেও একই পরিস্থিতিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবারের প্যারোল আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা নিষ্পত্তি হয়েছিল।  

শেষ পর্যন্ত আদালত আইনজীবীকে বলেন, আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করুন। প্রয়োজনে ট্রাইব্যুনাল পরে বিষয়টি দেখবে।  

পরে ব্যারিস্টার সিফাত মাহমুদ সাংবাদিকদের জানান, আদালতের আদেশ পাওয়ার পরপরই তারা মন্ত্রণালয়ে আবেদন করবেন। কারণ রোগীর অপারেশনের তারিখ বৃহস্পতিবার নির্ধারিত রয়েছে। প্রয়োজনে অপারেশন পেছানোরও চিন্তা করছেন তারা।  

প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্যারোলের বিষয়টি সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এ নিয়ে ট্রাইব্যুনালের করার কিছু নেই।  

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ।

Share this news