Bangla
3 days ago

দীর্ঘতম সংবাদ সম্মেলনের রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Published :

Updated :

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটানা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন।

রবিবার (৪ মে) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই সংবাদ সম্মেলনটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলে যা মধ্যরাতের পর শেষ হয়। ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দেন তিনি।

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই দীর্ঘ সম্মেলনে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, সংবাদমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্বের ওপরও তিনি জোর দেন। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন তিনি। সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রশাসনের আমলে মালদ্বীপের গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি ঘটেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৫ সালের সূচকে দেশটি ১৮০ দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নতি।

Share this news