Bangla
2 days ago

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এ তথ্য জানায়। 

এ ছাড়া ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  এছাড়া, ঢাকা বিভাগে ১১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬৬ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৪ জন।
 
বর্তমানে সারাদেশে মোট ৯৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৩৫৮ জন এবং ঢাকার বাইরে ৬০৪ জন চিকিৎসা নিচ্ছেন। 

Share this news