Bangla
3 days ago

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪২০ জন

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন রোগীদের মধ্যে বরিশালে ১১৬ জন, চট্টগ্রামে ৭৯, উত্তর সিটিতে ২৫, দক্ষিণ সিটিতে ৫৭, খুলনায় ২৬, রাজশাহীতে ৪৫, ময়মনসিংহে ৯ এবং রংপুরে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত এক দিনে ৪৮১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৮০ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৫৮৪ জন। 

Share this news