Published :
Updated :
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
তবে আশার খবর, এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন রোগী বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫৮ জন। এ নিয়ে ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জন, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা অবলম্বন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।