Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করা হবে।
আজ রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশের ৬৪টি জেলায় এই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।