Published :
Updated :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পূর্বনির্ধারিত বিষয় এখন অনির্ধারিত ও অনিশ্চিত হয়ে পড়েছে। এই সঙ্কট থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ঐক্যের মাধ্যমে অল্প সময়েই জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।
রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আবদুল্লাহ আল নোমান এমন একজন নেতা ছিলেন যিনি সারাজীবন রাজনীতিকে কিছু দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে রেখে গেছেন তাঁর আদর্শ ও কর্মকাণ্ড, যা অনুসরণ করলে আজও আমরা উপকৃত হতে পারি।
তিনি আরও বলেন, জাতি বর্তমানে এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারদিকে একটি অনিশ্চয়তা এবং ফ্যাসিবাদবিরোধী গণজাগরণের আভাস দেখা যাচ্ছে। এই রূপান্তরের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই জনগণের মতামতকে সঠিক পথে পরিচালনা করা সময়ের দাবি।
আবেগঘন স্মৃতিচারণে মির্জা ফখরুল জানান, নোমান ভাইয়ের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত এখন আরও বেশি করে মনে পড়ছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং প্রয়াত নোমানের ছেলে সাঈদ আবদুল্লাহ।