Bangla
8 months ago

দেশে এপ্রিলে রেমিট্যান্স এসেছে সাড়ে ৩৩ হাজার কোটি টাকা

Published :

Updated :

সদ্য বিদায়ী এপ্রিল মাসে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে, মোট ২.৭৫ বিলিয়ন (২৭৫ কোটি ২০ লাখ) ডলার। বাংলাদেশের মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকার হারে) এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি ৪০ লাখ টাকা। প্রতিদিনের গড় রেমিট্যান্স আসে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার বা ১১১৯ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত এপ্রিল মাসে ২৭৫ কোটি ২০ লাখ ডলার দেশে এসেছে, যা গত বছরের এপ্রিলের তুলনায় ৭০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের এপ্রিল মাসে রেমিট্যান্স ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার, কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার। এর মানে, গত অর্থবছরের একই সময়ে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রায় ৫৪২ কোটি ডলার বা সাড়ে ৫ বিলিয়ন ডলার বেশি এসেছে। মোটের ওপর, চলতি অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি প্রায় ২৮.৩০ শতাংশ।

Share this news