Bangla
2 days ago

দেশের বাজারে ফের কমলো সোনার দাম

Published :

Updated :

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (২৯ জুন) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, যেখানে শনিবার তা ছিল ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

Share this news