Bangla
6 days ago

দেশের বিভিন্ন স্থানে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ করবে সরকার, একনেকে অনুমোদন

Published :

Updated :

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি নতুন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১২টি নতুন ফায়ার স্টেশন এবং ৮টি পুরোনো ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে। 

এই প্রকল্পটি সহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি। রবিবার (২৭ জুলাই) একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলোর বাস্তবায়নে মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৮ হাজার ৫৮ কোটি ৭৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হবে।

একনেক সভা শেষে জানানো হয়, ‘২০টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ হিসেবে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটির জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা এবং এটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। 

Share this news