Published :
Updated :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। ২৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭,৬৭২.০২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২৭.৬৭ বিলিয়ন ডলার।
বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২২,৬৫২.৩৯ মিলিয়ন ডলার। এর আগের দিন অর্থাৎ ২৪ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭,৩০৬ মিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২২,২৪৫.৭০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ নির্ধারণ করা হয় স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে।