Published :
Updated :
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) এই তথ্য জানান আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৫ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশেই দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
শনিবার (২৬ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এই দিনগুলোতে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।