দেশের দীর্ঘতম আল্ট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’ এর নিবন্ধন চলছে

Published :
Updated :

দেশের দীর্ঘতম আল্ট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’ এর নিবন্ধন শুরু হয়েছে। চার ক্যাটাগরিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যারাথনের রেজিস্ট্রিশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
আগামী বছরের ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের দীর্ঘতম আল্ট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। যেখানে ৫০ কি.মি., ১০০ কি.মি., ১০০ মাইল ও ২০০ কি.মি. ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য প্রতিযোগিদের এ লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
এ চার ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য কোস্টাল আলট্রা বাংলাদেশ শর্তও জুড়ে দিয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স সীমা ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হতে হবে।
এছাড়া চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক সক্ষমতা যাচাই করে নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট না থাকলে প্রতিযোগিতা শুরুর পূর্বে সক্ষমতা বিষয়ে অঙ্গীকারনামা স্বাক্ষর করতে হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.