Bangla
18 hours ago

দেশের যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

Published :

Updated :

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৭ আগস্ট) থেকে শুরু করে পরবর্তী চার দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এর আগেও গত ১৩ আগস্ট সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার কিছুটা প্রভাব দেশের উপরেও পড়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার (১৮ আগস্ট সন্ধ্যা থেকে) পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় একই থাকবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে একই ধারা বজায় থাকবে। ওইদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও দেশের কিছু স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যার পর বৃষ্টি আরও বাড়তে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের এই পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলগুলোতে বাস করা মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিও থেকে যেতে পারে।

Share this news