দেশজুড়ে ভারী বৃষ্টিপাত: ২১ জেলায় ৭২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত
Published :
Updated :
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ৭২ হাজার ৭৬ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজের মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষভাবে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার অবস্থা বেশি শোচনীয়। কুমিল্লায় ১১,৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭,৮০৬ হেক্টর এবং ফেনীতে ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।
এছাড়া চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ মোট ২১টি জেলা এই ক্ষতির আওতায় পড়েছে।
তবে আশার কথা হলো, আবহাওয়া অনুকূলে থাকায় এবং বৃষ্টিপাত কিছুটা কমে আসায় ক্ষতির পরিমাণ ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে।