Published :
Updated :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে অর্ধদিবসের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
বুধবার সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই ঘোষণা দেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা, গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক করেন। সিদ্ধান্ত অনুযায়ী, রাজু ভাস্কর্যের পেছনের প্রবেশপথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং বৃহস্পতিবার সকালে সেই কাজ শুরু হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন সাম্য। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফখরুল আলমের ছেলে।