Bangla
2 days ago

ঢাবির তিন ছাত্রী হলের নিরাপত্তা নিশ্চিত করবে প্রক্টরিয়াল টিম

Published :

Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হল, কবি সুফিয়া কামাল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। 

সোমবার (১৯ মে) উপাচার্য নিয়াজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল ৬টা থেকে ৯টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিটি হলে থাকবেন দুইজন করে সদস্য। প্রয়োজনে সহায়তার জন্য ফটকে থাকবে একটি মোবাইল নম্বরও। পাশাপাশি পুলিশের টহল গাড়ি দেওয়ার জন্য শিগগিরই চিঠি পাঠানো হবে।

প্রক্টরিয়াল টিমকে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন যানবাহনের ব্যবস্থাও নেওয়া হবে। ভাসমান ও বহিরাগতদের নিয়ন্ত্রণে তল্লাশি অভিযানও চলমান থাকবে বলে জানায় প্রশাসন। উপাচার্য বলেন, নিরাপত্তা ব্যবস্থায় আরও উন্নতি হচ্ছে, সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

Share this news