Bangla
3 days ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জনসহ দুইজনের জামিন নামঞ্জুর

Published :

Updated :

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মো. আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

গত ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ এর গোলটেবিল আলোচনাসভা থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন শাহবাগ থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনায় জড়িত ছিলেন। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ মোট ১৬ জন। 

Share this news