Bangla
4 days ago

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে

Published :

Updated :

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাইফুল ইসলাম টুকুন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাইফুলের বাড়ি জামালপুর সদর উপজেলার ডীয়াতলা এলাকায়। তার বাবার নাম আফছার আলী। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তার হাজতি নম্বর ছিল ৩৩০৯৬/২৪।

কারারক্ষী মো. মিলন জানান, ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইফুল। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Share this news