Bangla
2 days ago

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ১০

Published :

Updated :

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। 

ইউএনবি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। ১৯ আগস্ট স্থানীয় একটি কোচিং সেন্টারে ঘটে যাওয়া পূর্ববর্তী এক ঘটনার জের ধরেই এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

ওসি বলেন, “নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ের আশপাশে উভয় কলেজের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

প্রথম দফার সংঘর্ষ কিছু সময়ের মধ্যে থেমে গেলেও দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নতুন করে উত্তেজনা শুরু হয় এবং ফের মুখোমুখি সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা।

সংঘর্ষ চলাকালীন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ওসি আরও জানান, পরিস্থিতি যাতে আর না বাড়ে, সে জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Share this news