Bangla
2 days ago

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

Published :

Updated :

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এটা ১৩ বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে শীতল সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, যা শুরু হয় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের গত এপ্রিলের ঢাকা সফরের মাধ্যমে।

ঢাকায় পৌঁছানোর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সফরকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ করবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। 

Share this news