Bangla
3 days ago

ডিএমপির দুই থানায় নতুন ওসি

Published :

Updated :

কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি এবং ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার বর্তমান ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়েছে।

এর আগে, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়।

Share this news