Bangla
15 days ago

ডিএনসিসি ও রাজউকের যৌথভাবে অভিযান

Published :

Updated :

ডিটেল এরিয়া প্ল্যানে (ড্যাপ) নির্ধারিত সংরক্ষিত স্থানগুলো অবৈধ দখল থেকে মুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যৌথভাবে অভিযান চালাবে। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) গুলশান ডিএনসিসি নগরভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫' এর আওতায় প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও ইকো পার্ক সংরক্ষণ এবং দখলমুক্ত করার জন্য এ সভা আয়োজন করা হয়। সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ড্যাপের আওতায় নির্ধারিত মাঠ, পার্ক ও জলাশয়ের মৌজা ও দাগ নম্বর দিয়ে জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে এসব জায়গার খাজনা গ্রহণ এবং জমি হস্তান্তর বন্ধ রাখতে আহ্বান জানানো হবে। 

তিনি আরও বলেন, এসব জায়গা ও জলাশয় যেকোনো সরকারি সংস্থা বা ব্যক্তি মালিকানায় থাকলেও তা সংরক্ষণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এসব স্থানে সাইনবোর্ড লাগানো হবে যাতে ভবন বা স্থাপনা নির্মাণ না করা যায়। ঈদের পরে রাজউক এবং ডিএনসিসি যৌথভাবে অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে। 

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news