Published :
Updated :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রবিবার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।
অন্যদিকে, ইশরাককে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী পক্ষের আইনজীবী।
এর আগে ২২ মে হাইকোর্টের এক বেঞ্চ ইশরাকের শপথ ঠেকাতে করা রিট খারিজ করে দেয়। সে রিটে ইশরাককে মেয়র ঘোষণার আদেশদাতা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ চাওয়া হয়েছিল।
মামলাটি করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।