Published :
Updated :
জনপ্রশাসনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মো. জহিরুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি সর্বশেষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার সন্তান জহিরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০১ সালে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।