Bangla
3 months ago

দিল্লিসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

Published :

Updated :

মঙ্গলবার নয়াদিল্লি, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনে অবস্থানরত পাঁচ রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার।

যাদের দেশে ফিরতে বলা হলো তারা হলেন—ভারতে হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ায় হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও পর্তুগালে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

এই পাঁচ পেশাদার কূটনীতিকের সবার আগামী ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে অনতিবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে দেশে ফিরতে বলা হয়েছে।

Share this news