Bangla
2 days ago

দিনাজপুরে শাশুড়িকে হত্যার দায়ে যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাই শামিয়েল মার্ডী ছুরিকাঘাতে শ্বাশুড়ি বাহা বেসরাকে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মিনি হাঁসদা এবং শ্যালক বিকাশ কিস্কু।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে ভোগনগর ইউনিয়নের চাউলিয়া আদিবাসী রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, শামিয়েল মার্ডী তার স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তাকে আঘাত করতে থাকেন। এরপর, তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্বাশুড়ি বাহা বেসরা ছুরিকাঘাতে নিহত হন। একই সময় শ্যালক বিকাশও আহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং শামিয়েল মার্ডীকে আটক করে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news